ডিএসইতে লেনদেন কমেছে সোয়া লাখ কোটি টাকার বেশি

Date: 2023-07-02 21:00:07
ডিএসইতে লেনদেন কমেছে সোয়া লাখ কোটি টাকার বেশি
বছরজুড়ে দরপতন অব্যাহত থাকায় ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ১ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে তুলনায় এই লেনদেনের পাশাপাশি সূচকও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর তথ্য মতে, বিদায়ী অর্থবছরে বাজারটিতে মোট ২৪১ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে বিনিয়োগকারীরা ১ লাখ ৯১ হাজার ৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনা-বেচা করেছেন। তাতে দৈনিক লেনদেন দাঁড়িয়েছে ৭৯২ কোটি ৮৯ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক।২০২১-২২ অর্থবছরের একই সময়ে ডিএসইতে মোট ২৪০ দিন লেনদেন হয়েছিল। তাতে মোট লেনদেন হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৭৫৪ কোটি ৭৮ লাখ টাকা। সে সময়ে দৈনিক লেনদেন হয়েছিল ১ হাজার ৩২৮ কোটি টাকা।বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় পুঁজিবাজারে লেনদেন কমেছে। বাজার ভালো হলে লেনদেন বাড়বে বলে মনে করেন তারা। ডিএসইর সর্বশেষ তথ্য মতে, ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২১০ থেকে ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার, মিউচুয়াল ফান্ডের ইউনিট এবং বন্ড ফ্লোর প্রাইসে অবস্থান করছে। তথ্য মতে, লেনদেনের পাশাপাশি বিদায়ী বছরে সূচকও কমেছে। ৩০ জুন ২০২২ সালে ডিএসইর প্রধান সূচক ছিল ৬ হাজার ৩৭৬ পয়েন্টে। সেখান থেকে ৩২ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে বছর শেষ করে ডিএসই।

Share this news