ডিএসইতে লেনদেন কমেছে ২৮%

Date: 2022-09-26 03:00:15
ডিএসইতে লেনদেন কমেছে ২৮%
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে প্রায় ২৮ শতাংশ লেনদেন কমে ১৩,শ কোটিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সোমবার ডিএসইতে ১ হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৫১০ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২০ পয়েন্টে।ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩১ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই দশমিক ০০৫৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news