ডিএসইতে লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়াল

Date: 2022-11-02 21:00:30
ডিএসইতে লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়াল
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে লেনদেনও ইতিবাচক প্রভাব রয়েছে। এদিন ডিএসইর লেনদেন দেড় হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৫০ কোটি ৮৬ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫২ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news