ডিএসইতে গত ৩৮ কার্যদিবসের সর্বোচ্চ লেনদেন

Date: 2023-09-16 21:00:07
ডিএসইতে গত ৩৮ কার্যদিবসের সর্বোচ্চ লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের ইতিবাচকে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়ে সাড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা গত ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (১৭ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে এদিন ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচকে বেড়েছে ২ দশমিক ২২ পয়েন্ট।আজ ডিএসইতে ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৭ কোটি ৮ লাখ টাকা।এদিন ডিএসইতে মোট ৩২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানির।

Share this news