ডিএসইতে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র আরও দুই পরিচালকে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে গত ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ৪ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন করে কমিশন।আজ মঙ্গলবার (২৩ মে) বিএসইসির ৮৬৯ তম সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকেরা হলেন- মো. শহীদুল ইসলাম ও কাওসার আহমেদ।