ডিএসইর সতর্কবার্তার জালে এপেক্স ফুড

অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুড কর্তৃপক্ষ। কোম্পানিটি কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনা কারণে কোম্পানিটির শেয়ারদর অতিরিক্ত বেড়েছে বলে ডিএসইর ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি সতর্কবার্তা জারি করেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১১ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইসে ২২২ টাকায় লেনদেন হয়েছে। আর গত ০৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ২৯৩ টাকা ৪০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭১ টাকা ৪০ পয়সা বা ৩২.১৬ শতাংশ।এই অস্বাভাবিক শেয়ারদর বাড়ার কারণে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে ডিএসই কর্তৃপক্ষ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮১ টাকা ২০ পয়সায়।