ডিএসইর পর্ষদে যোগ দিলেন দুজন নতুন স্বতন্ত্র পরিচালক

Date: 2023-06-13 05:00:19
ডিএসইর পর্ষদে যোগ দিলেন দুজন নতুন স্বতন্ত্র পরিচালক
পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবী ও জাতীয় মানবাধিরকার কমিশনের সদস্য কাওসার আহমেদ স্বতন্ত্র পরিচালক হিসেবে আজ ১৩ জুন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ১০৫৭তম পরিচালনা পর্ষদ সভায় যোগদান করেছেন৷আজ ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ২৮ মে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে তাঁদের নিয়োগ অনুমোদন দেন৷ পরিচালনা পর্ষদের সভায় নতুন দুজন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ৩৪ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ শহীদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি নেওয়া ও প্রধানমন্ত্রী গোল্ড ম্যাডেল প্রাপ্ত আইনবিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব কাওসার আহমেদ৷নতুন এ দুজন পরিচালক নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসই’র পরিচালনা পর্ষদ৷ ডিএসই’র পরিচালনা পর্ষদের সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সবাইকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷

Share this news