ডিএসইর লেনদেন ১১টা শুরু হবে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সকাল ১১টায় লেনদেন শুরু হবে। ডিএসইর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।যান্ত্রিক ত্রুটির কারণে আজ রোববার (৩০ অক্টোবর) এই বাজারে নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি এই বাজারে। স্বাভাবিক সূচি অনুসারে সকাল ৯ টা ৩০ মিনিটে লেনদেন শুরু হওয়ার কথা।এর আগে গত ২৪ অক্টোবরও যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন দীর্ঘ সময় বন্ধ ছিল।LankaBangla securites single pageওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এরপরে আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত। ওইদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছিল।জানা গেছে, ফ্লোর প্রাইসে থাকা শেয়ারও বোনাস শেয়ার ঘোষণার কারনে দর সমন্বয় হবে। গত দুইদিনে বেশ কিছু কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করেছে। এখন সেগুলো সমন্বয় করতে গিয়ে লেনদেন শুরু করতে বিলম্ব হচ্ছে।বিষয়টি খতিয়ে দেখতে তখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি তদন্ত কমিটি গঠন করে।