ডিএসইর ৭১ শতাংশ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ সোমবার (২৪ অক্টোবর) লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। লেনদেনে অংশ নেওয়া এই কোম্পানিগুলোর মধ্যে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর অবস্থান করছে ফ্লোর প্রাইসে। শেয়ারবাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ফ্লোর প্রাইসে শেয়ারদর অবস্থান করা এই ২২৪টি কোম্পানি সোমবার লেনেদেন অংশ নেওয়া মোট কোম্পানির ৭১ শতাংশের বেশি। আজ লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে আগে থেকেই ফ্লোর প্রাইসে শেয়ারদর ছিলো ২১১ কোম্পানির। আজ নতুন করে ১৪টি কোম্পানি ফ্লোর প্রাইসে ফিরেছে।আজ নতুন করে ফ্লোর প্রাইসে ফেরা এই ১৪টি কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টস, ঢাক্কা ডাইং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, বিএসআরএম, ন্যাশনাল পলিমার,ইসলামি ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, আজিজ পাইপস, জিকিউ বলপেন, বার্জার পেইন্টস, রেক্কিট বেনকিজার এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড।