ডিএসইর ৫৫ শতাংশ লেনদেন চার খাতের দখলে, নেতৃত্বে তথ্যপ্রযুক্তি
![ডিএসইর ৫৫ শতাংশ লেনদেন চার খাতের দখলে, নেতৃত্বে তথ্যপ্রযুক্তি](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4893/IT-4.jpg)
আজ রোববার সূচকের সামান্য পতনে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স কমেছে ৭.৯২ পয়েন্ট। কিন্তু সূচক পতনের পাশাপাশি লেনদেন কমেছে ১৬ কোটির চেয়ে বেশি। লেনদেনের পতনেও তথ্যপ্রযুক্তি খাতের দখলে রয়ে গেল ১৭.২০ শতাংশ লেনদেন।ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতের মধ্যে ১৯ খাত পেছনে পড়ে থাকলেও অন্যতম ছোট খাত হিসেবে পরিচিত তথ্যপ্রযুক্তি খাত আগের দিনের ধারাবাহিকতায় চাঙ্গা প্রবণতা অব্যাহত রেখে চাঙ্গা প্রবণতার পথে হাঁটছে। অর্থাৎ আজও লেনদেন বৃদ্ধির নেতৃত্বে তথ্যপ্রযুক্তি খাত।আজ তথ্যপ্রযুক্তি খাতে মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি ৮০ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ১৭.২০ শতাংশ।এই খাতে লেনদেনের শীর্ষ দশের দ্বিতীয় স্থানটি দখল করেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ লাখ ৯৫ হাজার ৬৮১টি। যার বাজার মূল্য ৩২ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার টাকা। আজ কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ১.৩৮ শতাংশ।এই খাতে লেনদেনের শীর্ষ দশের চতুর্ স্থানটি দখল করেছে আমরা নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ লাখ ৭৭ হাজার ২৭১টি। যার বাজার মূল্য ২০ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার টাকা। আজ কোম্পানিটির দর বেড়েছে ২০ পয়সা বা ০.৩০ শতাংশ।এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে পেপার ও প্রিন্টিং খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ১১ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১২.৫০ শতাংশ।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৫১ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.৩২ শতাংশ।চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে সেবা ও আবাসন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৯.৮৭ শতাংশ।