ডিএসইকে খতিয়ে দেখতে কমিশনের নির্দেশ

গত চার মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ হাজার ৮৩ শতাংশ। পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কোম্পানিটির অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ডিএসইকে পাঠানো এক চিঠিতে তদন্তে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে বিএসইসি। এক্ষেত্রে কোম্পানিটির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, শেয়ারদর নিয়ে কারসাজি, সুবিধাভোগী লেনদেন ও অন্যান বেআইনি কার্যক্রম সংঘটিত হয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএসইকে।এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, কমিশনের সার্ভিল্যান্সে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ও লেনদেনের বিষয়ে সন্দেহজনক প্রবণতা পরিলক্ষিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখতে ডিএসইকে নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত শেষে ২০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান তিনি।বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ১৫ জুন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৮০ টাকা ৪০ পয়সায়। এর পর থেকেই কোম্পানিটির শেয়ার দর ক্রমেই ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৫১ টাকা ৩০ পয়সা। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ারের লেনদেনও বেড়েছে উল্লেখযোগ্য হারে।