ডিএসইকে বৃদ্ধাঙ্গুলি দেখালো মামুন এগ্রো

Date: 2023-07-15 21:00:09
ডিএসইকে বৃদ্ধাঙ্গুলি দেখালো মামুন এগ্রো
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড। সম্প্রতি ডিএসই থেকে কোম্পানিটির দরবৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। তবে কোম্পানিটি এ বিষয়ে কোন তথ্যই ডিএসইকে জানায়নি।রবিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, গত কয়েকদিন ধরেই এসএমই মার্কেটের কোম্পানি মামুন এগ্রোর শেয়ারদর বৃদ্ধি পাচ্ছে। গত জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা ৫০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ৯ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। শতাংশ হিসেবে দরবৃদ্ধির পরিমাণ ২৯ দশমিক ৬০ শতাংশ।জানা গেছে, মামুন এগ্রোর শেয়ারদর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এজন্য গত ১৩ জুলাই কোম্পানিটির কাছে দরবৃদ্ধির কারণ জানতে চাওয়া হয়। তবে এখন পর্যন্ত (১৬ জুলাই) ডিএসইর প্রশ্নের কোন জবাব দেয়নি মামুন এগ্রো।

Share this news