ডিএসইএক্স বেড়েছে ৫০ পয়েন্ট আর লেনদেন কমেছে ১৬ কোটি টাকা

Date: 2022-10-12 07:00:09
ডিএসইএক্স বেড়েছে ৫০ পয়েন্ট আর লেনদেন কমেছে ১৬ কোটি টাকা
বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৬ পয়েন্টে।বুধবার ডিএসইতে ৯৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে বুধবার আগের দিন থেকে ১৬ কোটি ২৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news