দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড ছাড়বে রানার

Date: 2023-05-12 06:00:15
দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড ছাড়বে রানার
ব্যবসা সম্প্রসারণের জন্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সাসটেইনেবিলিটি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রত্যয়িত বন্ডটি দেশের কোম্পানিগুলোর ইতিহাসে প্রথম সাসটেইনেবিলিটি বন্ড হতে যাচ্ছে। এর সুদহার হবে ৮ দশমিক ৫০ থেকে ৯ শতাংশের মধ্যে। বন্ডটিকে প্রত্যয়ন করেছে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডি’স। আর গ্যারান্টারের দায়িত্ব পালন করবে গ্যারান্টকো। এ বন্ড ইস্যুর মাধ্যমে প্রাপ্ত অর্থ রানার অটোমোবাইলস তাদের এলপিজি, সিএনজি ও বিদ্যুচ্চালিত থ্রি-হুইলারের গ্রাহক পরিধি বাড়ানোর কাজে ব্যবহার করবে। এছাড়া এর একটি অংশ দিয়ে চার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্ট স্থাপনে বিনিয়োগ করা হবে। এ প্লান্টে উৎপাদিত বিদ্যুৎ থ্রি-হুইলার উৎপাদন কারখানার চাহিদা পূরণে কাজে লাগানো হবে।

Share this news