দেশে প্রথম কোরাল মাছের চাষ শুরু করছে বীচ হ্যাচারী

বাংলাদেশে প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছ সাদা পানিতে চাষ শুরু করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারী লিমিটেড। কোম্পানিটি নতুন এই উৎপাদন প্রাথমিকভাবে পরীক্ষামূলক শুরু করবে। শুরুতেই কোম্পানিটি বাৎসরিক ৭০ লাখ কোরাল মাছের পোনা উৎপাদনের কাযক্রম হাতে নিয়েছে।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কোম্পানিটির ১৯২ তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।ফিড খাওয়া কোরাল পোনা দেশে এই প্রথম বীচ হ্যাচারী উৎপাদনে যাচ্ছে। নতুন এই উৎপাদন কোম্পানিটি মুনাফাতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন কোম্পানি সংশ্লিষ্টরা।বর্তমানে বাজারে কোরাল পোনার প্রতি পিস ১২ থেকে ২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়। সে হিসেবে কোম্পানিটির প্রাথমিক উৎপাদনের ৭০ লাখ কোরাল পোনা গড়ে ২০ টাকা করে বিক্রি করলেও টার্ণ ওভার বৃদ্ধি পাবে ১৪ কোটি।বীচ হ্যাচারীর একাধিক কর্মকর্তা বলছেন, কোরাল উৎপাদনের প্রায় ৭০ শতাংশই মুনাফা থাকে। সে হিসেবে প্রাথমিক উৎপাদন থেকেই কোম্পানিটির মুনাফা বাড়বে প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা।কোম্পানিটির প্রত্যাশা বছরে ৫ থেকে ৭ কোটি কোরাল মাছের পোনা উৎপাদন করা। সেই আলোকেই যদি কোম্পানিটি উৎপাদন বৃদ্ধি করতে পারে তাহলে, মুনাফা বাড়বে কয়েকগুন। যার সুফল পাবে সাধারণ বিনিয়োগকারীরা।সর্বশেষ তথ্য মতে, কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৬০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ০২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৩২ পয়সা।সর্বশেষ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য দেড় শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।