দেশে বিদেশি বিনিয়োগে ২০ শতাংশ প্রবৃদ্ধির আশা

Date: 2023-11-19 16:00:07
দেশে বিদেশি বিনিয়োগে ২০ শতাংশ প্রবৃদ্ধির আশা
চলতি বছর বিদেশি বিনিয়োগে ২০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রবিবার ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০তম বর্ষপূর্তি ও ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান ও এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশে এখন ১০০টিরও বেশি অর্থনৈতিক জোন তৈরি করা হয়েছে এবং বিগত বছরের তুলনায় ২০২৩ সালে ২০ শতাংশ বেশি এফডিআই আসবে বলে আমরা সবাই আশাবাদী।আমার দৃঢ় বিশ্বাস, জাতির পিতার স্বপ্নের দেশ গঠনে এবং ব্যাবসায়িক ও অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে ফিকি কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও এই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের এই ধারা আমাদের বিশ্বব্যাপী একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে সবার সামনে তুলে ধরবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে প্রতিভার মূল্যায়ন এবং সে অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশের উন্নয়নে অবদান রাখা সব বিনিয়োগকারীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’ফিকির সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, দেশের ব্যবসাবান্ধব পরিবেশে নিজেদের অংশীদারি স্থায়ী করে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে ফিকির সদস্যরা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের এই ধারাবাহিক সাফল্যের পেছনে ফিকির অবদান অনেক এবং উন্নত দেশের লক্ষ্য অর্জনে ফিকির ভবিষ্যত্ প্রতিশ্রুতি অটল থাকবে। অনুষ্ঠানে ‘গ্রিন ভ্যালু চেইন’ শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের প্রধান অতিথি ছিলেন স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের সহসভাপতি এবং সাবেক মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ।

Share this news