দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ২৭২ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সঙ্গে প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২৭২ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছেসূত্র মতে, রোববার (০৫ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ডিএসই অপর দুই সূচক ‘ডিএসইএস’ ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচক দু’টি অবস্থান করছে ১ হাজার ৩৭৬ ও ২ হাজার ২৩৩ পয়েন্টে।এই সময়ের মধ্যে মোট ২৭২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৯২ টির, কমেছে ৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ার দর।