দেড় ঘন্টায় লেনদেন ৩৬০ কোটি

Date: 2023-05-10 21:00:20
দেড় ঘন্টায় লেনদেন ৩৬০ কোটি
সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৩৬০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭৫ ও ২১৯৯ পয়েন্টে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির,কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ারের।এসময় ডিএসইতে ৩৬০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news