দেড় ঘণ্টায় লেনদেন ২১৯ কোটি টাকা

Date: 2023-09-09 17:00:07
দেড় ঘণ্টায় লেনদেন ২১৯ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২১৯ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রবিবার (১০ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৮ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৬ ও ২১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।এই সময়ের মধ্যে মোট ২১৯ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।এই সময়ের মধ্যে শেয়ারদর বেড়েছে ৫৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৫টি প্রতিষ্ঠানের।

Share this news