দেড় ঘণ্টায় লেনদেন ১০৮ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে মাত্র ১০৮ কোটি টাকা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (২৮ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৯ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট ও ‘ডিএস-৩০’ সূচক ৩ পয়েন্ট করে কমে যথাক্রমে ১৩৪৭ পয়েন্টে ও ২২১১ পয়েন্টে অবস্থান করছে।এই সময়ের মধ্যে মোট ১০৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৪০টির, কমেছে ৫১টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৯টি কোম্পানির শেয়ার দর।