দেড় ঘণ্টায় আড়াইশ কোটি টাকার লেনদেন

Date: 2023-02-07 16:00:12
দেড় ঘণ্টায় আড়াইশ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র অবস্থায় চলছে লেনদেন। তবে লেনদেন শুরুর দেড় ঘণ্টায় টাকার অংশে লেনদেন ছাড়িয়েছে ২৫০ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বুধবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৮ পয়েন্টে। প্রধান সূচকে সঙ্গে ডিএস-৩০ সূচকে ১ দশমিক ৫৪ পয়েন্ট যোগ হয়েছে। সূচকটি বর্তমানে ২২৩৬ পয়েন্টে অবস্থান করছে।আর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৯ পয়েন্টে ।এসময় ডিএসইতে ২৫৪ কোটি ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪টি কোম্পানির শেয়ারের।

Share this news