দেড় ঘণ্টায় ৫ কোম্পানি হল্টেড

Date: 2022-11-01 17:00:18
দেড় ঘণ্টায় ৫ কোম্পানি হল্টেড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- ডিজিআইসি, লুবরেফ বিডি, এশিয়া ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।LankaBangla securites single pageসূত্র মতে, আজ বেলা ১১টা ০৪ মিনিট পর্যন্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১৩ লাখ ৪৯ হাজার ৯৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।এদিকে একই সময়ে এশিয়া ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬৭ হাজার ৯৫৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।একই সময়ে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Share this news