দায় সমন্বয়ে শেয়ার ইস্যু করবে ইন্টারন্যাশনাল লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) প্রায় ৪ হাজার কোটি টাকার বিভিন্ন মেয়াদি দায় রয়েছে। এ দায় ও কোম্পানিটির কাছে রাখা আমানতকে শেয়ারে রূপান্তর করার লক্ষ্যে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (এসবিসিএমএল) সঙ্গে উপদেষ্টা ও ইস্যু ব্যবস্থাপনা পরিষেবা-সংক্রান্ত একটি চুক্তি করা হয়েছে। গতকাল আইএলএফএসএল প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।চুক্তি অনুসারে, এ শেয়ার ইস্যুর পরে কোম্পানিটির সমুদয় দায়ের অর্ধেক বা প্রায় ২ হাজার কোটি টাকায় দায় সমন্বয় করা সম্ভব হবে। বাকি দায় ব্যবসা সচল করার মাধ্যমে আস্তে আস্তে সমন্বয় করা হবে।ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমান ও সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আইএলএফএসএলের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ এনামুল হাসান ও এসবিসিএমএলের সঙ্গে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদে সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে আমানত ও দায়কে শেয়ারে রূপান্তর করার প্রস্তাব অনুমোদন করা হয়।লোকসানের কারণে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৫ সেপ্টেম্বর।