চলতি সপ্তাহে আসছে চার কোম্পানির ডিভিডেন্ড

Date: 2023-08-26 17:00:10
চলতি সপ্তাহে আসছে চার কোম্পানির ডিভিডেন্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যায়লোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানিগুলো হলো-বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও ইস্টার্ন হাউজিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে বিএসসিসিএলের সভা আগামীকাল সোমবার বেলা আড়াইটায়, ইবনে সিনা ফার্মার একই দিন বেলা ৩টায়, প্রিমিয়ার লিজিংয়ের বুধবার বেলা আড়াইটায় ও ইস্টার্ন হাউজিংয়ের সভা একইদিন বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।বিএসসিসিএলটেলিযোগাযোগ খাতের কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। কোম্পানিটি ২০২১-২২ অর্থবছরে জন্য শেয়ারহোল্ডারদের ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসওষুধ খাতের কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ২০২১-২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি।প্রিমিয়ার লিজিংব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) পর্ষদ সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভা থেকে এনবিএফআইটির চলতি ২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিদেন অনুমোদন করা হবে।ইস্টার্ন হাউজিংআবাসন খাতের কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ২০২১-২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি।

Share this news