ছয় বছরের এজিএম ৮ আগস্ট

Date: 2023-08-05 21:00:10
ছয় বছরের এজিএম ৮ আগস্ট
ছয় বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে সম্প্রতি উচ্চ আদালতের কাছ থেকে অনুমোদন নিয়েছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত সমস্যাগ্রস্ত কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড। এরই ধারাবাহিকতায় কোম্পানিটির পর্ষদ সভায় ২০১৬-১৭ থেকে ২০২১-২২ পর্যন্ত ছয় হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হলেও বাকি বছরগুলোর জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করা হয়নি। আলোচ্য হিসাব বছরগুলোর অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৮ আগস্ট বিকাল ৫টায় কারখানা প্রাঙ্গণে এজিএম আহ্বান করা হয়েছে।এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ৩১ জুলাই।তথ্যানুসারে, স্ক্র্যাপ ও কারখানায় থাকা অবশিষ্ট তৈরি পোশাকপণ্য বিক্রির আয় থেকে ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭ পয়সা। কোম্পানিটি আরো জানিয়েছে, তারা ব্যাংকের কাছ থেকে ২৮ কোটি ৬৮ লাখ টাকা সুদ মওকুফ সুবিধা পেয়েছে, যা কোম্পানির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে। ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে যে আয় হয়েছে সেটি পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে পণ্য বিক্রি থেকে এসেছে।

Share this news