ছুটির পর লেনদেনের শুরুতেই দুই কোম্পানির শেয়ারে চোখ, হল্টেড

Date: 2023-07-01 17:00:06
ছুটির পর লেনদেনের শুরুতেই দুই কোম্পানির শেয়ারে চোখ, হল্টেড
ঈদুল আযহার ছুটির পর পুঁজিবাজারে আজ রোববার লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে দুই কোম্পানির শেয়ার। এক শ্রেণির বিনিয়োগকারীর চোখ পড়েছে এই দুই শেয়ারে। ফলে চাহিদা বাড়ায় বিক্রেতা উধাও হয়ে যায়।কোম্পানি দুটি হলো- ঢাকা ঢায়িং ও ফু-ওয়াং সিরামিক।আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, আজ বেলা ১১টায় ঢাকা ঢায়িংয়ের শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে ১৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। অন্যদিকে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে ১৯ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা বাড়া যায় ঠিক ততটাকাই বেড়েছে এই দুই শেয়ারের দর।এদিন চাহিদার শীর্ষে থাকায় এই দুই শেয়ারের কোনো বিক্রেতা ছিল না।

Share this news