ছেলেকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংক উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ হানিফ ব্যাংকটিতে তার ধারণকৃত শেয়ারের মধ্য থেকে ১ লাখ ৯৯ হাজার ৬৩৯টি ছেলে আসিফ হানিফের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোক্তা পরিচালকের কাছে ব্যাংকটির মোট ২ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৩০টি শেয়ার রয়েছে। যা থেকে ঘোষণাকৃত শেয়ার চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমসের বাইরে উপহার হিসাবে ছেলের কাছে হস্তান্তর করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।২০০০ সালে শেয়ারবাজারে আসা ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৪৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১৪৬ কোটি ৯৭ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৯৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৭৫৪। এর মধ্যে ৪২ দশমিক ৫৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৭ দশমিক ৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৯ দশমিক ৪৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৪৭ পয়সা।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। এরমধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯ হিসাব বছরে মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক। এর আগের হিসাব বছরেও একই হারে নগদ ও স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।