চেক দিয়ে কেনা যাবে শেয়ার;তবে
পুঁজিবাজারের চলমান অন্যতম আলোচিত একটি ইস্যু চেক দিয়ে শেয়ার কেনা যাবে। নির্দেশনা দেওয়ার পর থেকেই পুঁজিবাজার নিম্মমূখী। এবার এর সমাধান হতে যাচ্ছে। তবে চেক দিয়ে জালিয়তি করলে পড়তে হবে শাস্তির কবলে।ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) বৈঠক শেষে রোববার অফিস শুরু করেন বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান আলোচিত ইস্যু চেক নগদায়নের বিষয়ে একটি নির্দেশনা দেন তিনি।তিনি বলেন,মিটিং করে চেক নগদায়ন ইস্যুতে একটা সমাধান দিয়েছি। দুই একদিনের মধ্যেই এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। তবে নতুন আইনে এমন ব্যবস্থা করা হবে, যেন কেউ জালিয়াতি করতে না পারে। আর কেউ জালিয়াতি করলে তার দায়ভারও তাকেই নিতে হবে।প্রসঙ্গ, গত ২২ সেপ্টেম্বর বিএসইসির কমিশনার মো: আবদুল হালিম এর সভাপতিত্বে ঢাকা স্টক এক্সচেঞ্জের চিপ রেগুলেটরি অফিসার ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে কমিশনের এসআরআই বিভাগের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আগামী ডিসেম্বর,২০২২ এর মধ্যে পরিপালন করতে বলা হয়েছে। এর সাথে ২০১০ সালের সার্ক্যুলারটি যুক্ত করে দেওয়া হয়েছে। তবে ৬ ডিসেম্বর ২০১০ সালের সিদ্ধান্তটি মাত্র দুইদিনের মাথায় অর্থাৎ ৮ ডিসেম্বর তা স্থগিত করে দেওয়া হয়।