চার্টার্ড লাইফের লেনদেন শুরু ৩০ অক্টোবর
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে চলতি বছরের ৩০ অক্টোবর থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।এরই মধ্যে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা মূলধন উত্তোলন করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এতে প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দের পর প্রত্যেক নিবাসী বাংলাদেশী বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে পেয়েছেন ৩০ থেকে ৩১টি করে শেয়ার। আর প্রবাসী বাংলাদেশীরা পেয়েছেন ৮৯ থেকে ৯০টি শেয়ার।