চার কোম্পানির শেয়ার বিক্রি করতে চায়নি কেউই, হু হু করে দর বাড়লো

Date: 2023-05-14 01:00:35
চার কোম্পানির শেয়ার বিক্রি করতে চায়নি কেউই, হু হু করে দর বাড়লো
পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার চার কোম্পানির শেয়ার কিনতে সর্বোচ্চ ঝোঁক লক্ষ্য করা গেছে। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ক্যাবলস, এমারেল্ড অয়েল, সিমটেক্স ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ লেনদেনের এক পর্যায়ে যাদের হাতে এসব শেয়ার ছিল তারা কেউই শেয়ারগুলো বিক্রি করতে চায়নি। ফলে বিক্রেতা সংকটে এসব শেয়ার হল্টেড হয়ে যায়। এ কারণে হু হু করে দর বেড়ে সর্বোচ্চ সীমা স্পর্শ করে।আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ইস্টার্ন ক্যাবলস : আজ রোববার এ কোম্পানির শেয়ার দর ১৮ টাকা ৮০ পয়সা বেড়ে ২৩৪ টাকায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।এর আগে গত বুধবার এ কোম্পানির শেয়ার দর ১৮ টাকা বেড়ে ২২৩ টাকা ৭০ পয়সা হয়েছিল। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় ওইদিনও ততটাকা বেড়েছে শেয়ারটির।গত এক বছরে এ শেয়ারের দর ১২১ টাকা ৬০ পয়সা থেকে ২৫৩ টাকায় ওঠানামা করে। ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের ইস্টার্ন ক্যাবলসের পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪০ লাখ টাকা।‘বি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানিটির ১১ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৫১ শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে, ৭ দশমিক ০৯ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৩০ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স : আজ রোববার এ কোম্পানির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বেড়ে ১২ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।গত বহস্পতিবার থেকে এই শেয়ারের লেনদেন শুরু হয়। শুরুর দিনই সর্বোচ্চ দর বাড়ে শেয়ারটির। ওইদিন এ কোম্পানির শেয়ার দর ১ টাকা বেড়ে ১১ টাকা হয়েছিল।১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা।‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানিটির ৫১ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৮ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৪০ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।কোম্পানিটির স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো ঋণ নেই।এমারেল্ড অয়েল লিমিটেড : আজ রোববার এ শেয়ারের দর ৬ টাকা ৯০ পয়সা বেড়ে ৭৬ টাকা ১০ পয়সায় ওঠে আসে।গত এক বছরে এ শেয়ারের দর ২৮ টাকা ১০ পয়সা থেকে ৭৭ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।গত ২ এপ্রিল এই শেয়ারের দর ছিল ৩০ টাকা ৮০ পয়সায়। আর গত ২৬ এপ্রিল সর্বশেষ লেনদেন হয় ৫২ টাকা ৩০ পয়সায়। ওইদিনও শেয়ারটির দর একদিনে সর্বোচ্চ যতটাকা বাড়া যায় ততটাকা বেড়েছিল।সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড : আজ রোববার এ শেয়ারের দর ১ টাকা ৮০ পয়সা বেড়ে ২০ টাকা ৭০ পয়সায় ওঠে আসে।গত এক বছরে এ শেয়ারের দর ১৩ টাকা ৭০ পয়সা থেকে ২৪ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।গত ২৪ এপ্রিল এই শেয়ারের দর ছিল ১৪ টাকা ৬০ পয়সায়। আর আজ ১৪ মে সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৭০ পয়সায়। ২০ দিনে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা।আজ রোববার ডিএসইর প্রধান সূচক ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৩ পয়েন্টে স্থির হয়েছে।লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তীত ছিল ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।রোববার লেনদেন হয়েছে মোট ৬৩৬ কোটি টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল মোট ৭৯৮ কোটি টাকা।টপটেন গেইনারের শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এরপর পর্যায়ক্রমে ছিল তমিজউদ্দিন টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, পেপার প্রোসেসিং, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস, কর্নফুলী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ও মনোস্পুল পেপার।অন্যদিকে টপটেন লুজারের শীর্ষে ছিল জিবিবি পাওয়ার। এরপর পর্যায়ক্রমে ছিল সিপার্ল, জেমিনি সি ফুড, হাইডেলবার্গ সিমেন্ট, বিডি ওয়েল্ডিং, এপেক্স ফুডস, ইমাম বাটন, হাওয়েল টেক্সটাইল ও অগ্নি সিস্টেম।এছাড়া টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া দশ কোম্পানির শীর্ষে ছিল বিএসসি। এরপর পর্যায়ক্রমে ছিল, সিপার্ল বিচ, রূপালী লাইফ, পেপার প্রোসেসিং, সানলাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেম, সিভিও পেট্রোকেমিক্যাল, ইন্ট্রাকো রিফ্যুয়েলিং, সিমটেক্স ও জেমিনি সি ফুড।

Share this news