চার দিনেই এমারেল্ড অয়েলের ২৫ শতাংশ পুঁজি উধাও
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের উৎপাদন টানা ছয় মাসের বেশি বন্ধ রয়েছে। এর কারণে কোম্পানিটির ক্যাটাগরি স্থানান্তর হয়েছে। কোম্পানিটির ক্যাটাগরি স্থানান্তরের খবরে শেয়ারটির প্রতি আস্থা হারিয়ে ফেলছেন বিনিয়োগকারীরা। আর এই আস্থাহীনতার কারণে চার কর্মদিবস কোম্পানিটির পুঁজির ২৫ শতাংশ উধাও হয়েছে।জানা গেছে, গত দুই ডিসেম্বর লেনদেন চলাকালীন কোম্পানিটির ক্যাটাগরি ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের খবর প্রকাশ করে ঢাকা স্টক এক্সচঞ্জে (ডিএসই)। এই খবর প্রকাশের পর ওই দিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা কমে যায়। এর পরের তিন কর্মদিবসও শেয়ারটির দর কমে যায়। শেষ চার কর্মদিবস শেয়ারটির দর ৮ টাকা ৭০ পয়সা বা পুঁজির ২৫ শতাংশ উধাও হয়ে যায়।এমারেল্ড কারখানায় গ্যাস সরবরাহ না থাকায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। যেকোনো কোম্পানির উৎপাদন টানা ৬ মাস বন্ধ থাকলে ওই কোম্পানির ক্যাটাগরি স্থানান্তর হয়। এই কোম্পানির ক্ষেত্রেও তাই হয়েছে।উদপাদন বন্ধ থাকায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে কোম্পানিটিকে।