ব্যবসায় টিকে থাকতে ইন্ট্রাকোর নতুন সিদ্ধান্ত

Date: 2023-08-28 17:00:08
ব্যবসায় টিকে থাকতে ইন্ট্রাকোর নতুন সিদ্ধান্ত
জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড অন্য তিনটি সিএনজি স্টেশনের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সিদ্ধান্ত এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদে অনুমোদন হয়েছে। এখন এ বিষয়ে শেয়ারহোল্ডার, ব্যাংক, অন্যান্য ঋণদাতা ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেয়ার পাশাপাশি হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন চাইবে কোম্পানিটি।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিভুক্ত কোম্পানিটি।জানা যায়, এম হাই অ্যান্ড কোং সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড (এমএইচসিসিআরএসএল), নেসা অ্যান্ড সন্স লিমিটেড (এসএসএল) ও গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের (জিসিআরএসএল) সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। অতালিকাভুক্ত এ তিন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার পর তালিকাভুক্ত কোম্পানিটির ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বাড়বে। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ব্যাংক, অন্যান্য ঋণদাতা ও শেয়ারহোল্ডারদের সম্মতি চাইবে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এছাড়া অতালিকাভুক্ত কোম্পানি তিনটির সাধারণ সভায় এ সিদ্ধান্তে অনুমোদন নেয়া হবে। পরে এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন চাইবে কোম্পানিগুলো।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৩ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৬ পয়সায়।২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে সব সাধারণ বিনিয়োগকারীর জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮১ পয়সা।

Share this news