ব্যবসার নতুন খবর জানালো রবি

Date: 2023-07-19 17:00:08
ব্যবসার নতুন খবর জানালো রবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি রেডডট ডিজিটাল লিমিটেডের পর্ষদ একটি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য একটি পৃথককরণ স্কিমও অনুমোদন করা হয়েছে। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, রেডডট ডিজিটাল তাদের সাবসিডিয়ারি হিসেবে এক্সেনটেক পিএলসি নামে একটি নতুন কোম্পানি গঠন করবে। নতুন এ কোম্পানি কানেক্টিভিটি, আইটি ও আইসিটি সলিউশনস, ডিজিটাল সার্ভিস, সফটওয়্যার, অ্যাপ্লিকেশনস ও হার্ডওয়্যার, ডাটা সেন্টার, ক্লাউড ও ক্লাউড অবকাঠামো, আইওটি ও সাইবার সিকিউরিটি-সংক্রান্ত সেবা বিক্রি, বিতরণ ও বিপণন করবে। অন্যদিকে রেডডট ডিজিটাল আইটি ও আইসিটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশনস ও অন্যান্য সম্পর্কিত সলিউশনস উন্নয়ন ও পরিচালনার কার্যক্রম অব্যাহত রাখবে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রবি আজিয়াটার সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৩৪৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ১৯ কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যবধানের কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৩২৯ কোটি টাকা বা ১৬ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২ কোটি টাকা বা ৫ দশমিক ৫১ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়েও যা ছিল ৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সায়।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা।গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৮২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটা। এর মধ্যে ২ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ও ৩ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৬৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৯০ পয়সা।

Share this news