ব্যবসার ধরন পরিবর্তনে ইজিএম করবে সোনালী লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা সম্পূর্ণ ইসলামীকরণের লক্ষ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ২৩ মার্চ দুপুর সাড়ে ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ মার্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে জীবন বীমা খাতের কোম্পানিটি। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ২৪৭ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৭১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময় শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ছিল ২২৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১৩ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। এর আগে আলোচ্য হিসাব বছরের জন্য ২ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সে হিসাবে ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগে ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।