ব্যবসা পুনর্গঠন ও পুনর্বিন্যাস করবে লিন্ডে বাংলাদেশ

পৃথককরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস ও হার্ড গুডস ব্যবসা পুনর্গঠন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানি আইনের বিধান অনুসারে হাইকোর্টে উপস্থাপনের জন্য একটি খসড়া পরিকল্পনাও অনুমোদন করেছে কোম্পানিটি। পাশাপাশি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ।তথ্যানুসারে, উচ্চ আদালতের পাশাপাশি ব্যবসা পৃথককরণ প্রক্রিয়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বিনিয়োগকারীদের অনুমোদন নেবে কোম্পানিটি। উচ্চ আদালতের অনুমোদন পাওয়ার পর কোম্পানিটির হার্ড গুডস ব্যবসা পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারির মাধ্যমে পরিচালিত হবে এবং এতে কোম্পানির পণ্যে বৈচিত্র্য আসবে বলে জানানো হয়েছে।সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৮০ টাকা ৫৫ পয়সায়। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ২৮ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৪৪ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ১১ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। একই দিন সকাল সাড়ে ১০টায় ইজিএম করবে কোম্পানিটি। এজিএম ও ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।