ব্যাপক চাহিদায় ১২ কোম্পানির শেয়ার হল্টেড!

Date: 2023-07-16 14:00:08
ব্যাপক চাহিদায় ১২ কোম্পানির শেয়ার হল্টেড!
পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক ও লেনদেন উভয় বেড়েছে। এদিন ব্যাপক চাহিদায় ১২ কোম্পানির শেয়ারে ঝোঁক বাড়ার সঙ্গে দরও সর্বোচ্চ বেড়েছে। দর বাড়ার সঙ্গে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব শেয়ার।কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, লিবরা ইনফিউশন, মেঘনা ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আজ আজিজ পাইপসের শেয়ার দর ১০ টাকা বেড়ে ১১০ টাকা ৬০ পয়সায়, কন্টিন্টোল ইন্স্যুরেন্সের ৩ টাকা বেড়ে ৩৩ টাকা ৭০ পয়সায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩ টাকা ১০ পয়সা বেড়ে ৩৪ টাকা ৫০ পয়সায়, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৩ টাকা ২০ পয়সা বেড়ে ৩৫ টাকা ৩০ পয়সায়, জনতা ইন্স্যুরেন্সের ২ টাকা ৯০ পয়সা বেড়ে ৩২ টাকা ২০ পয়সায়, খান ব্রাদার্সের ২ টাকা ৯০ পয়সা বেড়ে ৩২ টাকা ২০ পয়সায়, লিবরা ইনফিউশনের শেয়ার দর ৫৪ টাকা ২০ পয়সা বেড়ে ৭৭৭ টাকা ৯০ পয়সায়, মেঘনা ইন্স্যুরেন্সের ৪ টাকা ২০ পয়সা বেড়ে ৪৭ টাকায়, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩ টাকা বেড়ে ৩৩ টাকা ৫০ পয়সায়, ন্যাশনাল ফিডের শেয়ার ১ টাকা ৭০ পয়সা বেড়ে ১৮ টাকা ৮০ পয়সায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ টাকা ২০ পয়সা বেড়ে ৪৬ টাকা ৭০ পয়সায় ও ওয়েস্টার্ন মেরিনের শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বেড়ে ১৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।এই ১২ শেয়ারের দর একদিনে যতটা বাড়া সম্ভব ঠিক ততটাই বেড়েছে। এসব শেয়ারের আজ শেষের দিকে কোনো বিক্রেতা ছিল না। ফলে বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায়।আজ ডিএসইর প্রধান সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৬১টির ও অপরিবর্তীত ছিল ১৯২টি কোম্পানির শেয়ার দর।আজ ডিএসইতে মোট ৯৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার যা ছিল ৭৫০ কোটি টাকা।

Share this news