ব্যাংকঋণ সমন্বয় করেছে বিডি মনোস্পুল পেপার

Date: 2022-10-05 03:00:08
ব্যাংকঋণ সমন্বয় করেছে বিডি মনোস্পুল পেপার
পরিচালক ও করপোরেট পরিচালক সম্প্রতি কোম্পানিটির শেয়ার বিক্রি করে ১৩ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে। সংগৃহীত সমুদয় অর্থ দিয়ে কোম্পানির ব্যাংকঋণ সমন্বয় করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটি।তথ্য অনুসারে, বাংলাদেশ মনোস্পুল পেপারের উদ্যোক্তা পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন এবং করপোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ লিমিটেড সম্প্রতি কোম্পানিটির মোট ৮ লাখ ২৮ হাজার ৯৪টি শেয়ার বিক্রি করেছেন। উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করে তারা ১৩ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৬৫ টাকা সংগ্রহ করেছে। সংগৃহীত অর্থ দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির ব্যাংকঋণ সমন্বয় করা হয়েছে।১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮ কোটি ৫৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫। এর মধ্যে ৪৭ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, দশমিক ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫১ দশমিক ৭৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২৫ টাকা ৬১ পয়সা। এর আগে ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৯ শতাংশ নগদ ও বাকি ৮ শতাংশ স্টক লভ্যাংশ।

Share this news