বুলিশ মুডে শীর্ষ লেনদেনের এক কোম্পানির শেয়ার
বিদায়ী সপ্তাহে (২০-২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, পদ্মা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, সী পার্ল হোটেল, ইন্ট্রাকো সিএনজি, সামিট এলায়েন্স পোর্ট এবং স্কয়ার ফার্মা।উপরোক্ত কোম্পানিগুলোর মধ্যে বুলিশ মুডে রয়েছে পদ্মা লাইফ ইন্সুরেন্সের শেয়ার। অর্থাৎ শীর্ষ দশ কোম্পানির মধ্যে মাত্র এক কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই কোম্পানিটি। কোম্পানিটি হলো- পদ্মা লাইফ ইন্সুরেন্স।বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের এই কোম্পানিটির শেয়ারদর বাড়ায় বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন।অভিজ্ঞ বিনিয়োগকারীগণ বলছেন, বিদায়ী সপ্তাহে বড় বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কেনার মেজাজে ছিলেন। যার কারণে কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারদরও ঊর্ধ্বগতিতে ছিল। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও যদি বড় বিনিয়োগকারীরা বাই মুডে থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর হয়তো আরও বাড়তে পারে। আর যদি বিক্রি মুডে মুনাফা তোলার প্রবণতায় থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ার দরে সংশোধন হতে পারে।অভিজ্ঞ বিনিয়োগকারীগণ কোনো শেয়ার কেনার আগে কোম্পানির মৌলভিত্তি বিবেচনা করে শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন।শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে পদ্মা লাইফ ইন্সুরেন্স লেনদেনের পঞ্চম স্থান দখল করেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৯৪ হাজার ১৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৮ লাখ ২৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭৮ শতাংশ।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৭ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৭ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ পয়সা বা ০.১৭ শতাংশ।