বুধবার ফ্লোর প্রাইস টপকে লেনদেন করেছে ৮ প্রতিষ্ঠান

Date: 2024-01-10 00:00:11
বুধবার ফ্লোর প্রাইস টপকে লেনদেন করেছে ৮ প্রতিষ্ঠান
আজ বুধবার (১০ জানুয়ারি) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এই উত্থানের মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ফ্লোর প্রাইসের গন্ডি টপকে লেনদেন করেছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানগুলো হলো-অ্যাপেক্স ফুটওয়্যার, বিডি ওয়েল্ডিং, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এমবিএলফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, রেনউইক যগেশ্বর ও সিঙ্গার বিডি।প্রতিষ্ঠান ৮টির মধ্যে লেনদেনের শেষ পর্যন্ত ৩টি প্রতিষ্ঠান ফ্লোর প্রাইসের ওপরে থেকে লেনদেন করেছে। বাকি ৫টি প্রতিষ্ঠান লেনদেনের শেষ পর্যায়ে ফের ফ্লোর প্রাইসে এসে স্থান নিয়েছে।ফ্লোর প্রাইসের ওপরে থাকা প্রতিষ্ঠান ৩টি হলো- প্রাইম ফাইন্যান্স, রেনউইক যগেশ্বর ও সিঙ্গার বিডি।বাকি ৫টি প্রতিষ্ঠান- অ্যাপেক্স ফুটওয়্যার, বিডি ওয়েল্ডিং, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এমবিএলফাস্ট মিউচ্যুয়াল ফান্ড লেনদেনের শেষ বেলায় ফ্লোর প্রাইসের ওপরে থাকতে পারেনি।

Share this news