বস্ত্র খাতের ৩৪ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের বেড়েছে ডিভিডেন্ড প্রত্যাশা

Date: 2022-09-11 01:25:52
বস্ত্র খাতের ৩৪ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের বেড়েছে ডিভিডেন্ড প্রত্যাশা
শেয়ারবাজারে তালিকাভুকক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে সমাপ্ত অর্থবছরের (জুলাই’২১-মার্চ’২২) নয় মাসে মুনাফা বেড়েছে ৩৪টি কোম্পানির। গত বছরের তুলোনায় এই কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানগুলো থেকে ভালো রিটার্ণ আশা করছে বিনিয়োগকারীরা। অর্থাৎ এবছর কোম্পানিগুলো থেকে আগের বছরের তুলোনায় ভালো ডিভিডেন্ড আসবে বলে প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।বিনিয়োগকারীরা বলছেন, সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে নতুন টেক্স নির্ধারণী হিসেবে আরএমজি গ্রীণ বিল্ডিং প্রত্যায়ন প্রাপ্ত কোম্পানিগুলোর টেক্সের পরিমাণ ১০ শতাংশ। আর আরএমজি গ্রীণ বিল্ডিং প্রত্যায়ন অপ্রাপ্ত কোম্পানিগুলোর টেক্সের পরিমাণ ১২ শতাংশ। যে কারণে বস্ত্র খাতের কোম্পানিগুলোর মুনাফা থেকে টেক্স কম দিতে হয়। এই কারণে বস্ত্র খাতের কোম্পানিগুলো এবছর বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিতে পারবে, এমনটাই প্রত্যাশা তাদের।কবির মিয়া নামে এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে বলেন, সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে বস্ত্র খাতের যেসব কোম্পানির মুনাফা বেড়েছে, সেসব কোম্পানিকে ঘিরে তাদের প্রত্যাশা বেড়েছে। কোম্পানিগুলো এবছর হয়তো ভালো ডিভিডেন্ড দিবে। সেই কারণে কোম্পানিগুলোর শেয়ারদর ইতোমধ্যে বেড়েছেও। তিনি বলেন, ডিভিডেন্ড ঘোষণার সময় এগিয়ে আসার কোম্পানিগুলোর শেয়ারদর ও লেনদেন ইতিবাচক প্রবণতায় রয়েছে। এসব কোম্পানির শেয়ার সামনে আরও ভালো হতে পারে বলে তিনি মনে করেন।

Share this news