বস্ত্র খাতের ১৬ কোম্পানির অবস্থা নড়বড়ে

Date: 2022-09-12 05:39:25
বস্ত্র খাতের ১৬ কোম্পানির অবস্থা নড়বড়ে
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ১৬টি কোম্পানির আর্থিক অবস্থা নড়বড়ে। কোম্পানিগুলোর মধ্যে ১০টি কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলো লোকসানে রয়েছে। বাকি ছয়টি কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশই করনি।নড়বড়ে থাকা ১৬টি কোম্পানির মধ্যে গত বছর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে চার কোম্পানি। যার মধ্যে তিনটি কোম্পানি মুনাফায় ছিলো। চলতি বছর মুনাফা না থাকায় কোম্পানিগুলো থেকে ডিভিডেন্ডের প্রত্যাশা কমেছে সাধারণ বিনিয়োগকারীদের।যে ছয়টি কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি, সেগুলোর মধ্যে কারো কারো উৎপাদন বন্ধ, কারো আবার মালিক পক্ষকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কোম্পানির মালিক পক্ষ বিদেশে অবস্থান করছে। আবার কোনো কোম্পানিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নতুন বোর্ড গঠন করে দিয়েছে।বিভিন্ন কারণে কোম্পানিগুলো এখনও ভালো অবস্থায় ফিরতে পারেনি। যার ফলে কোম্পানিগুলোতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পায়। কারণ এই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের ভালো রিটার্ণ দিতে সক্ষম নয়।

Share this news