বৃটিশ আমেরিকান দেবে ৫৪০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ চলতি বছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২২) ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৫৪০ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এমন একটি কোম্পানি শেয়ার ফ্লোর প্রাইস (দর পতনের বেধেঁ দেওয়া সর্বনিম্ন সীমা) ৫১৮.৭০ টাকায় আটকে আছে।প্রাপ্ত তথ্য অনুযায়ি, বিএটিবিসি থেকে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১০০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১০ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে চলতি বছরের ৯ মাসের ব্যবসায় মোট ৫৪০ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।এ কোম্পানিটির ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি ২৪.৫২ টাকা হিসেবে ১ হাজার ৩২৪ কোটি ৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৫৪০ কোটি টাকার বা ৪১% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। তবে এটাই চূড়ান্ত লভ্যাংশ না। কোম্পানিটি থেকে নিয়মিতভাবেই অন্তর্বর্তীকালীনের পরে চূড়ান্ত আরেকটি লভ্যাংশ ঘোষনা করা হয়ে থাকে।এই কোম্পানিটির পর্ষদ ২০২১ সালের ১২ মাসের ব্যবসায় ১ হাজার ৪৯৬ কোটি ৮৫ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে ২৭৫% বা শেয়ারপ্রতি ২৭.৫০ টাকা হারে মোট ১ হাজার ৪৮৫ কোটি টাকার নগদ লভ্যাংশ দিয়েছিল। এরমধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশের হার ছিল ১২৫%।উল্লেখ্য, ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিএটিবিসির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪০ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৭.০৯ শতাংশ।