ব্রিটেনে ৬জির গবেষণায় বিনিয়োগ করবে এরিকসন

Date: 2022-11-25 16:00:10
ব্রিটেনে ৬জির গবেষণায় বিনিয়োগ করবে এরিকসন
ব্রিটেনে ৬জি মোবাইল নেটওয়ার্ক নিয়ে গবেষণায় বড় ধরনের বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে নেটওয়ার্ক টুলস নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন। হার্ডওয়্যার সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কগনিটিভ নেটওয়ার্ক ও কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানটি। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।ব্রিটেনের চারটি মোবাইল নেটওয়ার্কের সবগুলোকেই ৫জি পরিষেবা দেয়া সুইডিশ সংস্থাটি জানিয়েছে, ১০ বছরের মধ্যে দেশটিতে ৬জি নেটওয়ার্ক পরিষেবা উন্নয়নের পদক্ষেপ নেয়া হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে পরিষেবা দেয়া সম্ভব হবে বলেও প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।এরিকসনের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ক্যাথরিন আইনলি বলেন, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তি খাতে যুগান্তকারী কিছু গবেষণা চলছে, যা পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ককে আরো জোরালো করতে ভূমিকা রাখবে। আমরা যুক্তরাজ্যে ২০ সদস্যের অভিজ্ঞ গবেষক নিয়ে একটি টিম তৈরি করব এবং শিক্ষার্থীদেরও গবেষণাকাজে যুক্ত করব।ক্যাথরিন বলেন, আমাদের মূল মনোযোগ ৬জি নেটওয়ার্ক উন্নয়ন ও হার্ডওয়্যার সুরক্ষায় কাজ করা। নতুন দলটি ১২টি দেশে এরিকসনের বিস্তৃত ১৭টি গবেষণা কেন্দ্রের গবেষকদের সঙ্গে কাজ করবে।

Share this news