বড় উত্থানের নেপথ্যে বড় মূলধনী ৯ কোম্পানি

আগের দিনের বড় উত্থানের ধারাবাহিকতায় আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও (১১ জানুয়ারি) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক বেড়েছে প্রায় সাড়ে ১৬ পয়েন্ট। সূচকের এমন উত্থানের নেপথ্যে ছিল বড় মূলধনী ৯ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো-লাফার্জহোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, ইউনিক হোটেল, জেএমআই হসপিটাল, জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার মিল, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা ও পূবালী ব্যাংক লিমিটেড।কোম্পানিগুলো মধ্যে সবচেয়ে বেশি সূচক তুলেছে লাফার্জহোলসিম। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে আজ ১ টাকা ৪০ পয়সা। যার ফলে ডিএসইর সূচক বৃদ্ধিতে কোম্পানিটির অবদান ছিল ২.৩৩ পয়েন্ট।শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উল্লম্ফনএকইভাবে আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে বিএসসির অবদান ছিল ১.৮৫ পয়েন্ট, ইউনিক হোটেলের ১.৫৩ পয়েন্ট, জেএমআই হসপিটালের ১.৪৩ পয়েন্ট, জেনেক্স ইনফোসিসের ১.৩১ ১.৮৫ পয়েন্ট, বসুন্ধরা পেপার মিলের ১.১৬ ১.৮৫ পয়েন্ট, শাহজালাল ইসলামী ব্যাংকের ০.৯৩ পয়েন্ট, স্কয়ার ফার্মার ০.৯৩ পয়েন্ট এবং পূবালী ব্যাংকের ০.৮৫ পয়েন্ট।