বড় পতনের নেপথ্যে ৮ কোম্পানির দায়

Date: 2024-01-19 08:00:06
বড় পতনের নেপথ্যে ৮ কোম্পানির দায়
সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় সংশোধন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯.৪৫ পয়েন্ট। সূচকের এমন পতন ঘটিয়েছে ৮ কোম্পানির শেয়ার। যেগুলোর শেয়ারদর কমে যাওয়ায় ডিএসইর সূচক কমিয়েছে প্রায় ১০ পয়েন্ট। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো-বিকন ফার্মা, সী পার্ল রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোারেশন-বিএসসি, ইউনিক হোটেল, লাফার্জহোলসিম, এমারেন্ড ওয়েল ও পূবালী ব্যাংক।কোম্পানিগুলো মধ্যে সূচকের বেশি পতন ঘটিয়েছে বিকন ফার্মা। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ৪ টাকা ৮০ পয়সা। যার ফলে ডিএসইর সূচক পতনের দায় কোম্পানিটির ২.৮১ পয়েন্ট। আগের দিন ডিএসইর সূচক উঠেছিল প্রায় ১৫ পয়েন্ট। আর কোম্পানিটিও ডিএসইর সূচক তুলেছিল প্রায় ১৫ পয়েন্ট।একইভাবে আজ ডিএসইর সূচক পতনে সী পার্ল রিসোর্টের দায় ছিল ২.২৬ পয়েন্ট, বাংলাদেশ শিপিং কর্পোারেশন-বিএসসির ১.১৯ পয়েন্ট, ইউনিক হোটেলের ০.৮১ পয়েন্ট, লাফার্জহোলসিমের ০.৭০ পয়েন্ট, এমারেন্ড ওয়েলের ০.৭০ পয়েন্ট এবং পূবালী ব্যাংকের ০.৬০ পয়েন্ট।কোম্পানি ৮টির শেয়ারদর কমাতে আজ ডিএসইর সূচকের পতন হয়েছে প্রায় ১০ পয়েন্ট।

Share this news