বড় পতনে দিশেহারা বিনিয়োগকারীরা

Date: 2023-02-12 00:00:27
বড় পতনে দিশেহারা বিনিয়োগকারীরা
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে শেয়ারবাজারে যে পতন শুরু হয়েছিল, তা কোনভাবেই থামছে না। পতন ঠেকানোর জন্য দেওয়া হয়েছিল ফ্লোর প্রাইস। কিন্তু সেই ফ্লোর প্রাইসও এখন বিনিয়োগকারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই পতনের মাধ্যমে চলছিল শেয়ারবাজার। আজ সপ্তাহের প্রথম কাযদিবস (১২ ফেব্রুয়ারি) রোববার শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এতে করে দিশেহারা হয়ে উঠেছে বিনিয়োগকারীরা।একদিকে ফ্লোর প্রাইস বেধে দেওয়ার কারণে মার্জিনে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা নিজেদের পুঁজি হাড়িয়ে ফোর্স সেলের আওতায় পড়ছে। অন্যদিকে, মার্জিন ছাড়াও যারা বিনিয়োগ করেছেন, প্রায় প্রতিদিনের পতনে ক্রমে ক্রমে পুঁজি হাড়িয়ে দিশেহারা হচ্ছেন বিনিয়োগকারীরা। এতে করে বাজারের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা তৈরী হচ্ছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।প্রশ্ন উঠতে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েও। বাজারের পতন ঠেকাতে এবং বিনিয়োগকারীদের পুঁজি রক্ষা করার নাম করে যে ফ্লোর প্রাইস বেধে দিয়েছে, তা আসলে কতটুকু সহায়ক হিসেবে কাজ করেছে। পতন ঠেকাতে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে এরমধ্যেও এত বড় পতন হচ্ছে, তাহলে পতন ঠেকাতে এত বড় বড় কথা বলে লাভ কি হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।রোববারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৫ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ারদর বেড়েছে ১১ টির, দর কমেছে ১৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৬ টি কোম্পানির।আজ ডিএসইতে ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৭ কোটি ২৬ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৮ কোটি ৪৪ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৮পয়েন্টে। সিএসইতে ১২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৬৩টির এবং ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news