বড় পতন হয়েছে শেয়ারবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৯৮পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪৪.৩১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫.৩৯ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৬২.২৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৮.২০ বা ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৮.৮২ পয়েন্টে।ডিএসইতে আজ ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৭ কোটি ৫৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৬২ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির বা ৪.৭৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩৩.১৫ শতাংশের এবং ২২৩টির বা ৬২.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৬৩ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৯.৬৭ পয়েন্টে। সিএসইতে আজ ২২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ৭৫টির আর ১৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।