বড় অঙ্কের শেয়ার লেনদেনে বড় ভরসা ‘ব্লক মার্কেট’
শেয়ারবাজারে ভালো মৌলভিত্তির কোম্পানির বড় অঙ্কের শেয়ার লেনদেনে বড় ভরসা এখন ‘ব্লক মার্কেট’। কারণ, মূল বাজারে ভালো মৌলভিত্তির বেশির ভাগ শেয়ারই এখন নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। এসব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে যাওয়ায় শেয়ারের তেমন কোনো লেনদেন হচ্ছে না। এ কারণে এখন এসব কোম্পানির বড় অঙ্কের শেয়ার লেনদেন ব্লক মার্কেটকে বেছে নিচ্ছেন বড় বিনিয়োগকারীরা। তাতে হঠাৎ হঠাৎ ব্লক মার্কেটে বড় কিছু কোম্পানির বড় অঙ্কের শেয়ারের হাতবদলের ঘটনা ঘটছে। তেমনি ঘটনা ঘটেছে গতকাল সোমবার।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে তিন কোম্পানিরই ৪২ কোটি টাকার সমমূল্যের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো লিমিটেড, রেনেটা লিমিটেড ও আইপিডিসি ফাইন্যান্স। এর মধ্যে বেক্সিমকো ও রেনেটার ১৫ কোটি টাকা করে ৩০ কোটি এবং আইপিডিসির প্রায় ১২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।ডিএসইর তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে গতকাল বেক্সিমকোর ১৩ লাখ, রেনেটার সোয়া ১ লাখ এবং আইপিডিসির ২০ লাখ শেয়ারের হাতবদল হয়। অথচ মূল মার্কেটে গতকাল বেক্সিমকোর ৬ হাজার ৬০১টি, রেনেটার ২১৪টি এবং ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। মূল বাজারে বেশ কিছুদিন ধরেই এ তিন কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে আছে। ফলে এসব শেয়ারের ক্রেতাসংকট দেখা দিয়েছে মূল বাজারে।বেক্সিমকো, রেনেটা ও আইপিডিসি ছাড়াও শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন শতাধিক কোম্পানির শেয়ারের দাম বর্তমানে ফ্লোর প্রাইসে আটকে আছে। তাই কোম্পানির হাতে গোনা কিছু শেয়ারের লেনদেন হচ্ছে বাজারে। এতে বাজারের লেনদেন নেমেছে তলানিতে।