বড় অংকের বীমা দাবি পাচ্ছে এমএল ডায়িং

Date: 2023-05-20 01:00:17
বড় অংকের বীমা দাবি পাচ্ছে এমএল ডায়িং
গত বছরের ২৯ নবেম্বর গাজীপুরের মাওনায় অবস্থিত এমএল ডায়িং এর নিজস্ব ফ্যাক্টরীতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়,তবে পুরো স্থাপনাটি বীমা সুবিধার আওতায় ছিল।আগুন নিবানোর পরপর শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং কতৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে সংশ্লিষ্ট বীমা কোম্পানির কাছে বীমা দাবি উত্থাপন করে।উক্ত দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বীমা কোম্পানিও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে এবং বীমা সুবিধার আওতায় বীমা দাবির টাকা দিতে সম্মত হয়।এ বিষয়ে এমএম ডায়িং এর কোম্পানী সেক্রেটারী আতিকুল ইসলাম বলেন,আমাদের পুরো ফ্যাক্টরীটি ইন্সুইরেন্স করা আছে,আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে বীমা কোম্পানিকে জানানো হয়েছে,তারাও বীমা দাবি পরিশোধ করতে সম্মত হয়েছে;আশা করছি খুব শীঘ্রই বীমা দাবির বড় অংকের টাকা পেতে যাচ্ছি আমরা।কোম্পানী সচিব আরও বলেন, ২০২১ সালের ১২ এপ্রিল প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে এমএল ডায়িং ইউনিট-২ এর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয় এবং আমাদের নতুন ইউনিটটি একই বছরের ৩০শে জুন থেকে উৎপাদনে আসে।আশা করছি বীমা দাবির টাকা পাওয়ার পর আমরা নতুন করে সম্প্রসারনে যাবো।২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানীটির অনুমোদিত মূলধন ৩১০ কোটি এবং পরিশোধিত মূলধন ২৩২ কোটি টাকা। সবশেষ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ০.৪৩ টাকা এবং উক্ত আয়ের বিপরীতে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

Share this news