বড় কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে ভালো হবে শেয়ারবাজার
![বড় কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে ভালো হবে শেয়ারবাজার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6080/03245.jpg)
শেয়ারবাজারের উন্নয়নে কাজ করাই ছিলো এফআরসি প্রতিষ্ঠার উদ্দেশ্য। আমার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি কাজ করতে গিয়ে অনুধাবন করেছি, দেশের শেয়ারবাজার ভালো করতে হলে বড় কোম্পানিগুলো তালিকাভুক্ত করতে হবে। আমাদের শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একটিভ না। তারা মূলত শেয়ারব্যবসা করে। তাদের আরও একটিভ হওয়া দরকার বলে মনে করেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ ভূঁইয়া।সোমবার (২০ মার্চ) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত ‘সিএমজেএফ টক’-এ তিনি এ মন্তব্য করেন। সিএমজেএফের সাধারণ সম্পাদক সম্পাদক আবু আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন। আর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউর রহমান।তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের কমপক্ষে ৩০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে থাকা উচিত। তাহলে কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।এফআরসির চেয়ারম্যান বলেন, ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডের (আইএফআরএস) ৯ ধারা বাস্তবায়ন হলে ব্যাংকের সম্পদ ৩০ থেকে ৪০ শতাংশ কমে যাবে। এটি আমার ব্যক্তিগত গবেষণা।ড. মো. হামিদ উল্লাহ ভূঁইয়া বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তদারকিতে জোর দেওয়া হচ্ছে। আর্থিক বিধিমালা চূড়ান্ত হলে কোম্পানির আর্থিক প্রতিবেদন তৈরিতে জালিয়াতি অনেকটাই কমে আসবে। কেউ অনিয়মের আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মে মাসের মধ্যেই অডিটরদের এফআরসিতে নিবন্ধিত হতে হবে। না হলে তারা পাবলিক লিস্টেড কোম্পানিসহ জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে অডিট করতে পারবে না।